সাশ্রয়ী মূল্যের কো-ব্র্যান্ডেড নতুন ফোরজি হ্যান্ডসেট GP Symphony G 50 বাজারে আনল গ্রামীণফোন ও সিম্ফনি। সিম্ফনি নতুন কো-ব্র্যান্ডেড ‘জিপি-সিম্ফনি জি ৫০’ ফোরজি স্মার্টফোনে রয়েছে ৫.৭ ইঞ্চির ২.৫ ডি কার্ভড গ্লাস ডিসপ্লে। যার ফলে এই ডিসপ্লেতে ভিডিও ও ছবি আরো উজ্জ্বল ও প্রাণবন্ত দেখা যাবে।
রয়েছে ১.৪ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর, ১ জিবি র্যাম এবং ৩২ জিবি রম। এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে ৫ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা।
সারা দিন স্বাচ্ছন্দ্যে ব্যবহারের জন্য ডিভাইসটিতে রয়েছে ৩,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। মাত্র ৫ হাজার ৯৯০ টাকা বাজারদরের এই হ্যান্ডসেটটি ডার্ক ব্লু ও লাইট গ্রিন―এই দুটি ভিন্ন রঙে পাওয়া যাবে।