About Us

এই বাংলা টেক ব্লগ চালু করার উদ্দেশ্য হলো, অনলাইন টেকনোলজি, অনলাইন, গ্যাজেট, মোবাইল টেক, সফটওয়্যার, হার্ডওয়্যার, রিভিউ, সোশ্যাল মিডিয়া বিষয়ক বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য আপনাদেরকে জানানো। বিশেষ করে কোডিং, প্রোগ্রামিং, ব্লগিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অপারেটিং সিস্টেম, ফ্রিল্যান্সিং, ক্রিপ্টোকারেন্সি, পড়াশোনা-এর টিউটোরিয়ালসহ অ্যাপ্লিকেশনস ও গেমসের রিভিউ, ডাউনলোড, বিভিন্ন সাইটের রিভিউ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স সম্পর্কে আপনাদেরকে নিত্য নতুন আপডেট তথ্য জানাতেই এই ব্লগ সৃষ্টি করা হয়েছে।

ইনফরমেশন টেকনোলজি সম্পর্কিত যে কোন ধরনের তথ্য, ব্লগ আপডেট সবসময় পাঠকের সামনে তুলে ধরাই হাইটেক বাংলা এর মূল লক্ষ্য। আমরা নিরপেক্ষ তথ্য সরবারহের জন্য সম্পূর্ণই প্রতিশ্রুতিবদ্ধ। বিনামূল্যে বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমস্যার সমাধান, সেবা, সহায়তা করাও  Hitechbangla.com এর অন্যতম উদ্দেশ্য।

তাছাড়া এখানে প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক উপকারী তথ্য ও পরামর্শ নিয়েও আলোচনা করা হয়।

আপনি যদি ফেসবুকে Hitechbangla.com ফ্যানপেজ লাইক দিয়ে থাকেন, তাহলে নিয়মিত আপডেট পেতে পেজটি (https://www.facebook.com/hitechbangla) ভিজিট করে এর পোস্টগুলোতে লাইক/কমেন্ট করে অ্যাকটিভ থাকুন।

টুইটারেও আমাদের ফলো করতে পারেন এই লিংকে ক্লিক করে =>  https://twitter.com/hitechbangla1

লিংকডইনে ফলো করুনঃ https://www.linkedin.com/company/hitechbangla/

ইনস্টাগ্রামে ফলো করুনঃ https://www.instagram.com/hitechbangla/

ইউটিউবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ https://www.youtube.com/channel/UCmgl1ZRnQQuP1rtyFuayaJQ

প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন