নগদে মুনাফা পাওয়া যাবে ৭.৫% পর্যন্ত, যদি আপনার নগদ অ্যাকাউন্টে জমা টাকা থাকে। নগদ-এর সকল নিয়মিত গ্রাহকরা তাদের নগদ অ্যাকাউন্টে জমা টাকা (ব্যালেন্স) ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ১.৫% মুনাফা, ৫,০০০.০১ টাকা থেকে ১৫,০০০ টাকা ২.০%, ১৫,০০০.০১ টাকা থেকে ১৫০,০০০ টাকা ৩.০% এবং ১৫০,০০০ টাকা থেকে এর ঊর্ধ্বে ৭.৫% পর্যন্ত মুনাফা পাবেন। তবে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ব্যালেন্স সীমা ৩০০,০০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ আছে।
(ফলো করুন আমাদের Google News, Facebook এবং Twitter পেজ)
নগদে মুনাফা পাওয়ার শর্তসমূহঃ
- নগদে মুনাফা পেতে হলে, গ্রাহকের একাউন্টটি ফুল প্রোফাইল থাকতে হবে এবং একাউন্ট-এর মুনাফা অপশানটি “অন” থাকতে হবে।
- “ইসলামিক” প্রোফাইলের নগদ গ্রাহক মুনাফা পাবে না।
- মুনাফার টাকা প্রদানের সময় যদি গ্রাহকের মুনাফা অপশানটি “অফ” থাকে তবে তিনি মুনাফা পাবেন না।
- মাসে ন্যূনতম দুই (২) বার আর্থিক লেনদেন (ক্যাশ ইন, ক্যাশ আউট, যে কোন ধরনের পেমেন্ট অথবা মোবাইল রিচার্জ) করতে হবে।
- মাস জুড়ে প্রতি দিন শেষে ন্যূনতম ১,০০০ টাকা ব্যালেন্স রাখতে হবে ।
- যদি কোনও দিনের শেষে ব্যালেন্স ১,০০০ টাকার নিচে থাকে তবে গ্রাহক সেই মাসে মুনাফা পাওয়ার জন্য যোগ্য হবে না।
- মাসের সর্বনিম্ন ‘দিন শেষের ব্যালেন্স’ এর উপর নির্ভর করে গ্রাহকের মুনাফার জন্য প্রযোজ্য বার্ষিক হার/রেট নির্ধারণ করা হবে এবং সেই রেট অনুযায়ী মাসিক গড় ব্যালেন্স (monthly average balance) এর উপর মুনাফা হিসাব করা হবে।
- উদাহরণঃ জানুয়ারি মাসের ৩১ দিনের মধ্যে ৩০ দিন শেষে আপনার একাউন্টে ১০,০০০ টাকা করে ছিল এবং ১ দিন শেষে ১,০০০ টাকা ছিল। এক্ষেত্রে আপনার নগদে মুনাফার হার/রেট হবে ১.৫% (যেহেতু মাসের এক দিন আপনার দিন শেষের ব্যালেন্স ছিল ১,০০০ টাকা এবং ১,০০০ টাকার রেট ১.৫%)।
- সরকারী নিয়ম অনুযায়ী ভ্যাট এবং ট্যাক্স কেটে গ্রাহকের একাউন্টে মুনাফা দেয়া হবে গ্রাহক ত্রৈমাসিক ভিত্তিতে (৩ মাস অন্তর ১ বার ) মুনাফা পাবে।
- মুনাফা সেবা চালু ও বন্ধ করার পদ্ধতি গ্রাহক মুনাফার টাকা পেতে না চাইলে নিচে উল্লেখিত পদ্ধতিতে মুনাফা বন্ধ করতে পারবে।
নগদ অ্যাপ এর মাধমে –
- নগদ অ্যাাপ এ প্রবেশ করুন
- “আমার নগদ” সিলেক্ট করুন
- “মুনাফা পেতে চাই” অপশানটি সিলেক্ট করুন
- “হ্যাঁ” বা “না” সিলেক্ট করুন
- নগদ ইউএসএসডি অপশন এর মাধমে
অন্যদিকে ডায়াল এর মাধ্যমে-
ডায়াল *167#
- “My Nagad” সিলেক্ট করার জন্য 7 চাপুন
- ’Update profit status’’ সিলেক্ট করার জন্য 5 চাপুন
- ‘’Yes” বা “No’’ সিলেক্ট করুন
- নগদ কল সেন্টার নাম্বার (১৬১৬৭)-এ কল করুন।
আরও পড়ুন:
ইউটিউব থেকে আয় করতে চান লাখ টাকা? জেনে নিন ৯ টি উপায় – Income from Youtube 2022
বিকাশে ইন্টারেস্ট পাবেন যেভাবে
এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করবেন যেভাবে
শুক্রবার বিকাশ এডমানি করলেই পাচ্ছেন ১২৫ টাকা – Update 2022