এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট অনেক কম খরচে করতে পারবেন। পার্টনার ব্যাংক এটিএম থেকে ক্যাশ আউট করতে লাগবে হাজারে ১৪.৯০ টাকা।
এটিএম থেকে টাকা তুলতে প্রথমে একটি সিকিউরিটি কোড প্রয়োজন হবে। সিকিউরিটি কোডের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
অ্যাপ থেকে এটিএম ক্যাশ আউট রিকোয়েস্ট
- বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট বাটনে ট্যাপ করুন
- এটিএম বাটনে ট্যাপ করুন
- বিকাশ একাউন্টের পিন নাম্বার দিন
- ট্যাপ করে ধরে রাখুন
- এসএমএস -এর মাধ্যমে সিকিউরিটি কোড পেয়ে গেছেন যা কাউকে বলবেন না
কোড ডায়াল করে এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট রিকোয়েস্ট
- *247# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান
- ‘Cash Out’ অপশনটি বেছে নিন
- ‘From ATM’ অপশনটি বেছে নিন
- আপনার বিকাশ মোবাইল মেন্যু পিন (PIN) নাম্বারটি দিন
- এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে আপনি একটি সিকিউরিটি কোড (OTP) পাবেন যা পরবর্তী ৫ (পাঁচ) মিনিট সক্রিয় থাকবে এবং ১ (এক) বারই ব্যবহার করা যাবে।
এটিএম থেকে বিকাশ এ টাকা উত্তোলন
- বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যায় এমন যেকোনো পার্টনার ব্যাংক এটিএম থেকে টাকা তুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ-
- এটিএম স্ক্রিনের নিচের দিকে বাম কোনায় থাকা ‘bKash Cash Out’ বাটনে চাপ দিন
- আপনার পছন্দের ভাষা বেছে নিন
- বিকাশ একাউন্ট নাম্বার দিন
- যত টাকা ক্যাশ আউট করতে চান তার পরিমাণ
- এসএমএস এর মাধ্যমে পাওয়া সিকিউরিটি কোডটি দিন
- আপনার দেয়া তথ্যাদি যাচাই করে নিশ্চিত করুন
- টাকা এবং রশিদ গ্রহণ করুন
- আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস পাবেন
এটিএম থেকে প্রতি লেনদেন -এ ক্যাশ আউট লিমিট
সর্বনিম্ন
৩,০০০ টাকা (ব্র্যাক ব্যাংক)
৩,০০০ টাকা (অন্যান্য পার্টনার ব্যাংক)
সর্বোচ্চ:
১০,০০০ টাকা (ব্র্যাক ব্যাংক)
২০,০০০ টাকা (অন্যান্য পার্টনার ব্যাংক)
এটিএম থেকে ক্যাশ আউট করার সর্বোচ্চ লিমিট
দৈনিক: ২৫,০০০ টাকা
মাসিক: ১৫০,০০০ টাকা
ক্যাশ আউট করার জন্য এটিএম লোকেশনঃ-
(ফলো করুন আমাদের Google News, Facebook এবং Twitter পেজ)
আরও পড়ুন:
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খুলুন সহজেই
বিকাশে ইন্টারেস্ট পাবেন যেভাবে
এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করবেন যেভাবে
শুক্রবার বিকাশ এডমানি করলেই পাচ্ছেন ১২৫ টাকা – Update 2022
৩ thoughts on “এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করবেন যেভাবে – Update 2023”