6G নেটওয়ার্ক আনছে স্যামসাং

শেয়ার করুনঃ

প্রায় ৫০ গুণ গতিসম্পন্ন 6G নেটওয়ার্ক আনছে স্যামসাং। কোরিয়ার এই টেক জায়ান্ট অনেক আগে থেকেই ‘নেক্সট জেনারেশন কমিউনিকেশন স্ট্যান্ডার্ড’ 6G নেটওয়ার্ক নিয়ে কাজ শুরু করেছে। এতে প্রতি সেকেন্ডে ১ টেরাবাইট পর্যন্ত ইন্টারনেটের গতি থাকবে। যা ৫জির তুলনায় ৫০ গুণ বেশি গতিসম্পন্ন।

২০২১ সালের জুনে 6G গতির পরীক্ষা চালায় স্যামসাং। এতে দেখা গেছে, বাড়ির ভেতরে ১৫ মিটার দূরত্বে প্রতি সেকেন্ডে ৬ গিগাবাইট গতি পাওয়া যাচ্ছিল। এছাড়া ৩০ মিটার দূরত্বে ছিল প্রতি সেকেন্ডে ১২ গিগাবাইট এবং ১২০ মিটার দূরত্বে প্রতি সেকেন্ডে ২.৩ গিগাবাইট।

দিন যত যাচ্ছে প্রযুক্তির উৎকর্ষতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষের প্রয়োজন হয়ে পড়ছে উচ্চতর গতির কানেক্টিভিটি। বিশ্বের বিভিন্ন দেশে 5G নেটওয়ার্ক চালু হয়েছে। তবে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এখনও 5G মানুষের নাগালে আসেনি। অন্যদিকে স্যামসাংসহ বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ফাইভজির থেকে বেশি গতিসম্পন্ন 6G নেটওয়ার্কের দিকে মনোনিবেশ করছে।

তছাড়া মোবাইল ফোন সেটেও আনতে যাচ্ছে বৈপ্লবিক পরিবর্তন। ২০০ মেগাপ্রিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনতে যাচ্ছে কোম্পানিটি।

শেয়ার করুনঃ

Leave a Comment