স্মার্ট পানির বোতল বিক্রি করছে অ্যাপল, দাম শুনলে আঁতকে উঠবেন

শেয়ার করুনঃ

এবার অত্যাধুনিক স্মার্ট পানির বোতল বিক্রি করছে অ্যাপল। নাম হাইড্রেট স্পার্ক (HidrateSpark)। বোতলটিকে আইফোনের ‘অ্যাপল হেলথ’অ্যাপের সঙ্গে সংযোগ করা যায়। ফলে এই পানির বোতল আপনার প্রতিদিন পানি পানের পরিমাণের উপর নজর রাখতে সাহায্য করবে।

হাইড্রেট স্পার্ক পানির বোতল অ্যাপলের ওয়েবসাইট এবং রিটেল দোকানে প্রায় $৫৯.৯৫ (প্রায় ৫৪০০ টাকা)-তে কিনতে পাওয়া যাবে। বর্তমানে যদিও এটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেই পাওয়া যাচ্ছে।

তবে হঠাৎ কেন স্মার্ট পানির বোতল বাজারজাত করলো মোবাইল ফোন জায়ান্ট অ্যাপল। https://hidratespark.com/ ওয়েবসাইটে অ্যাপল জানায়, পানি পানের মাধ্যমে প্রত্যেককে স্বাস্থ্যকর জীবন যাপনে সাহায্য করার জন্যই এই স্মার্ট পানির বোতল উদ্ভাবন করা হয়েছে।

অ্যাপল হাইড্রেটস্পার্কের দুটি ভেরিয়েন্ট বাজারে এনেছে। একটি হল, হাইড্রেট স্পার্ক প্রো এবং হাইড্রেট স্পার্ক প্রো স্টিল।
হাইড্রেট স্পার্ক প্রো স্টিল সিলভার এবং কালো-দুটি রঙে বিক্রি হচ্ছে। এর নিচে একটি এলইডি সেন্সর। সেটি ব্লুটুথ সংযোগের মাধ্যমে পানি গ্রহণের নজর রাখে। সেই সঙ্গে অনেকক্ষণ পানি না খেলে ‘অ্যাপল হেলথ’ অ্যাপে নোটিফিকেশন পাঠায়। হাইড্রেট স্পার্ক প্রো কালো এবং সবুজ রঙের অপশনে মিলবে।

শেয়ার করুনঃ

Leave a Comment