বিকাশে ইন্টারেস্ট পাবেন যেভাবে – Update 2023

শেয়ার করুনঃ

বিকাশে ইন্টারেস্ট পাওয়া যায়। হ্যাঁ, সত্যিই। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশে ইন্টারেস্ট পাওয়ার প্রধান শর্ত  হলো আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হবে।  তাহলেই আপনি পাবেন নির্দিষ্ট হারে সুদ বা ইন্টারেস্ট। আপনি বিকাশ একাউন্টে টাকা জমালে বছরে ১%-৩% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন। এ ইন্টারেস্ট শুধুমাত্র বিকাশ (bKash) কাস্টমারের জন্য প্রযোজ্য।

তথ্য মতে, আপনার বিকাশ একাউন্টে যদি একটি মাসজুড়ে কমপক্ষে ৫,০০০ টাকা থাকে, ঐ মাসে ২টি লেনদেন করেন এবং ঐ মাসের গড় ব্যালেন্স যদি ৫,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে থাকে তাহলে আপনি ঐ মাসের গড় ব্যালেন্সের উপর ১% বাৎসরিক হারে ইন্টারেস্ট পাবেন। এভাবে গড় ব্যালেন্স যদি ৫০,০০১ থেকে ১০০,০০০ টাকার মধ্যে থাকে তাহলে ২% এবং গড় ব্যালেন্স যদি ১০০,০০১ এবং এর অধিক থাকে তাহলে ৩% হারে ইন্টারেস্ট পাবেন।

বিকাশে ইন্টারেস্ট পাবার শর্তসমূহঃ-

  • আপনার KYC ফরম বিকাশ কর্তৃক গৃহীত হতে হবে এবং আপনার একাউন্টটি একটিভ থাকতে হবে
  • মাসে কমপক্ষে আপনাকে ২ টি আর্থিক লেনদেন (“ক্যাশইন”, “ক্যাশআউট”, “ATM ক্যাশআউট”, “পেমেন্ট”, “ সেন্ডমানি” অথবা “ ​মোবাইল রিচার্জ ​”) করতে হবে
  • মাসজুড়ে প্রতি দিন আপনার একাউন্টে কমপক্ষে ৫,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে
  • মাসশেষে প্রতিদিনের গড় ব্যালেন্সের উপর আপনার প্রাপ্ত ইন্টারেস্টের পরিমাণ হিসাব করা হবে
  • সরকারী নিয়ম অনুযায়ী ভ্যাট এবং ট্যাক্স কর্তন সাপেক্ষ্যে বছরে দুই দফায় আপনার একাউন্টে ইন্টারেস্ট প্রদান করা হবে

(ফলো করুন আমাদের Google News, Facebook এবং Twitter পেজ)

 

বিকাশে ইন্টারেস্ট সেবা যেভাবে চালু করতে হবেঃ-

উপরোক্ত শর্ত পালনের মাধ্যমে সকল নতুন এবং পুরাতন বিকাশ কাস্টমারগণ তাদের বিকাশ একাউন্টে ইন্টারেস্ট পাবেন। সেবাটি চালু করার জন্যে কিছুই করতে হবেনা।

ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করাঃ-

  • আপনার একাউন্টে ইন্টারেস্ট গ্রহণ করতে না চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
  • আপনার বিকাশ একাউন্ট নম্বর থেকে 16247 এ কল করুন
  • ভাষা নির্বাচন করুন (বাংলার জন্যে ১ এবং ইংরেজির জন্যে ২ )
  • জমানো টাকার উপর ইন্টারেস্ট এবং অন্যান্য তথ্যের জন্য ৫ চাপুন
  • ইন্টারেস্ট সংক্রান্ত তথ্যের জন্যে ১ চাপুন
  • ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে ১ চাপুন (সেবাটি পূর্বে বন্ধ করা থাকলে পুনরায় চালু করতে চাইলে ২ চাপুন)
  • আপনার অনুরোধটি গৃহীত হলে আপনাকে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে

আরো পড়ুন:

ইউটিউব থেকে আয় করতে চান লাখ টাকা? জেনে নিন ৯ টি উপায় – Income from Youtube 2022

ইউটিউব থেকে আয় করতে চান লাখ টাকা? জেনে নিন ৯ টি উপায় – Income from Youtube 2022

কেউ কি আপনাকে ট্র্যাক করছে? জেনে নিন করণীয় কী

ইউটিউব থেকে আয় করতে চান লাখ টাকা? জেনে নিন ৯ টি উপায় – Income from Youtube 2022

শেয়ার করুনঃ

১ thought on “বিকাশে ইন্টারেস্ট পাবেন যেভাবে – Update 2023”

Leave a Comment